শিরোনাম

রাঙ্গামাটি, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে জেলায় পুলিশ সদস্যদের চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এ কর্মশালা আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শুরু হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কর্মশালার উদ্বোধন করেন।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। তাই পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্কভাবে কাজ করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে দায়িত্বপালনে এই প্রশিক্ষণ কর্মশালা পুলিশদের সহায়তা করবে বলেও জানান তিনি।
প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।