শিরোনাম

হবিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাহুবলের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় সিলেটগামী পিকআপের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান। গুরুতর আহত অবস্থায় সবজি ব্যবসায়ী লিটনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে লিটন মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে যায়।
ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।