শিরোনাম

রাজশাহী, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাত ৯ টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. ওয়ালিউল হক রানা।
বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম তারিফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন, রাজপাড়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম নয়ন, সাবেক কাউন্সিলর নাসিরাসহ রাজপাড়া থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আল্লাহর কাছে সুস্থতা কামনা করা হয়। তার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।