বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১১

মুন্সীগঞ্জে সার-বীজ ডিলারদের সঙ্গে ডিসির মতবিনিময়

মুন্সীগঞ্জে সার-বীজ ডিলারদের সঙ্গে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মতবিনিময় করেন। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে আলু উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী মতবিনিময় করেছেন। 

গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। 

সভায় চলতি মৌসুমে আলুর বীজ ও সারের বিপণন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক কষকদের স্বার্থ রক্ষায় সীমিত মূল্যে মানসম্মত আলুবীজ ও সারের সরবরাহ নিশ্চিতের জন্য নির্দেশনা প্রদান করেন। 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকার নির্ধারিত মূল্যে আলুবীজ ও সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। সারের কোনো ঘাটতি নেই। কেউ কৃত্তিম সংকট সৃস্টি করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচারক ড. মো. হাবিবুর রহমান, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের  প্রধান বিজ্ঞান কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ, সার বীজ ডিলারবৃন্দ এবং প্রান্তিক কষকরা।