শিরোনাম

বাগেরহাট, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীমের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের অসহায়, দুস্থ, নারী-পুরুষের মাঝে মোট দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপিও তার অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা উপস্থিতি ছিলেন।
এসময় উপস্থিত নেতা কর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে শামীমুর রহমান শামীম বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন।জনগণের নেতা হিসেবে তাঁর অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
আমরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।মানুষের ভালোবাসা, দোয়া এবং আল্লাহর রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের প্রত্যাশা।