বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

ফেনীতে বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনীর ছাগলনাইয়ায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বই পাঠ প্রতিযোগিতা কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ছাগলনাইয়ায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বই পাঠ প্রতিযোগিতা কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাগলনাইয়া গণপাঠাগারের সহযোগিতায় এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা। বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর বিএ, মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ছাগলনাইয়া গণপাঠাগারের সভাপতি মাস্টার আবদুস সালাম সরকারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সামছুল আরিফ খোন্দকার কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন গণপাঠাগারের দপ্তর সম্পাদক মো. সেলিম, আজীবন সদস্য সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, সদস্য আবদুল আউয়াল চৌধুরীসহ গণপাঠাগারের নেতৃবৃন্দ, প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও সুবল চাকমা বলেন, শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে এ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।