শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫(বাসস) : চলতি সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বরগুনা জেলায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। সেখানে তারা বাল্যবিবাহ বন্ধ ও কিশোরীদের ক্ষমতায়নের প্রচেষ্টা পর্যবেক্ষণ করেছেন।
এ সফরের মাধ্যমে নরওয়ে প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে স্বপ্ন দেখার, শেখার এবং বেড়ে ওঠার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
আজ ঢাকাস্থ নরওয়ের দূতাবাস জানিয়েছে, নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট (নোরাড) ও প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ের প্রতিনিধিদলসহ নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলা পরিদর্শন করেন ।
এক দশকেরও বেশি সময় ধরে প্ল্যান ইন্টারন্যাশনাল ও নোরাড যৌথভাবে বাংলাদেশে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রথা দূর করতে কাজ করছে।
পরিদর্শনকালে প্রতিনিধিদল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘গার্লস গেট ইক্যুয়াল ২.০ প্রকল্প’ পর্যবেক্ষণ করেন।
প্রকল্পটি কিশোরীদের কার্যকর সাক্ষরতা, জলবায়ু সচেতনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর), লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) বিষয়ে সচেতন করছে।
প্রকল্পের আওতায় স্কুলের বাইরে থাকা এবং প্রান্তিক পরিবারের ঝরে পড়া ছেলে-মেয়েদেরও সহায়তা করা হচ্ছে। তাদেরকে শিক্ষায় দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হচ্ছে।
লিঙ্গসমতার দৃঢ় রক্ষক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত নরওয়ে নারীর অধিকার রক্ষায় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটি বাল্যবিবাহ বন্ধ, মেয়েদের শিক্ষার উন্নয়ন এবং নারীরা যাতে সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছে।