বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৪:২৬

রাঙ্গামাটিতে গণপ্রকৌশল দিবস পালিত

রাঙ্গামাটিতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে আজ বুধবার সকালে জেলা আইডিইবি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো. জয়নুল আবেদীন।

আইডিইবি রাঙ্গামাটির (জেনিক) সভাপতি প্রকৌশলী মো. খোরশেদ আলমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

অনুষ্ঠানে আইডিইবি এর সদস্য, গণমাধ্যম কর্মীসহ কারিগরি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।