শিরোনাম

বাগেরহাট, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে।
সাত দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে অনুষ্ঠিত হয় র্যালি, প্রাণিসম্পদ মেলার স্টল পরিদর্শন এবং আলোচনা সভা।
আজ বুধবার দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন,‘প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ একসঙ্গে এগিয়ে গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন,‘এই সপ্তাহের প্রতিপাদ্য শুধু একটি স্লোগান নয়—এটি ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্দেশনা। প্রত্যেক কৃষক, খামারি ও উদ্যোক্তার অংশগ্রহণই প্রাণিসম্পদ খাতকে বিশ্বমানের পর্যায়ে নিতে সহায়ক হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মোতাহার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
মেলায় স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, রোগ প্রতিরোধ প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতে গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় জাত সংরক্ষণ এবং খামারিদের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে ৭ দিনব্যাপী চলবে, সেমিনার, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি।