বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৯:১৭
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৯

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে স্থান পেল রাবি

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস র‌্যাংকিং-২০২৬ এ ৩০১ থেকে ৩৫০তম অবস্থানের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ নিয়ে দ্বিতীয়বারের মতো র‌্যাংকিংয়ে স্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। 

টাইমস হায়ার এডুকেশন এবং স্মিট সায়েন্স ফেলোজ যৌথভাবে গত ২০ নভেম্বর এ র‌্যাংকিং প্রকাশ করেছে। এতে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ সাফল্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত অগ্রগতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।