বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৯

নম্বর বাণিজ্য নয়, যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নম্বর বাণিজ্য ও কৃত্রিম ফলাফলের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, ‘মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি।’

আজ রোববার টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে 'আজীবন সম্মাননা' প্রদান করা হয়।

শিক্ষার্থী কাছে দেশপ্রেমের সংজ্ঞা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেম শুধু ইতিহাসের গৌরবগাঁথা স্মরণ নয়, বরং সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বোধের চর্চাই প্রকৃত দেশপ্রেম।’

শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

ড. আশরাফ সিদ্দিকীর অবদান স্মরণ করে অধ্যাপক আবরার বলেন, ‘তিনি ছিলেন বহুমাত্রিক এক মানবিক ব্যক্তিত্ব। সাইকেল ও টেপ রেকর্ডার হাতে লোকসাহিত্য সংগ্রহে তার নিরলস শ্রম আজও গবেষকদের জন্য এক বিরল দৃষ্টান্ত। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি দেশের মাটিতে ফিরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নিজেকে নিবেদিত করেছিলেন।’

দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে সি আর আবরার বলেন, ‘বাংলাদেশ বহুমাত্রিক পরিচয়ের দেশ। ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্য আমাদের শক্তি। এই বৈচিত্র্য ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে তিনি শিক্ষাক্রম উন্নয়ন, পাঠ্যপুস্তকের মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, স্থানীয় বিশিষ্টজন এবং জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।