বাসস
  ১৬ এপ্রিল ২০২৪, ২৩:৫১

ঝিনাইদহের মহেশপুরে ৪০ পিস স্বর্ণের বারসহ দু’জন আটক 

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪ (বাসস) : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বিজিবি। 
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৫৩) ও মৃত আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির (৪০)।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার হবে  এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিকেল সাড়ে ৪ টার দিকে ছয়ঘড়িয়ায় মহেশপুর থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা। সেসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণের বার। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়