বাসস
  ১০ এপ্রিল ২০২৪, ১৯:০২

ভোলার ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ 

ভোলা, ১০ এপ্রিল ২০২৪ (বাসস) : জেলায় আজ সাম্প্রতিক ঝড়ে লালমোহন উপজেলার ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসাবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। 
পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়েছে। 
আজ  বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সহায়তা বিতরণ  অনুষ্ঠানে ভার্চুয়ালি  প্রধান অতিথি'র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য (ভোলা-৩) নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন প্রমূখ। 
এ অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সরকারিভাবে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিনহাজার করে টাকা প্রদান করা হয়। একই সাথে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ হতে প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং একটি করে  শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়