বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৮

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষিদের দক্ষ করে গড়ে তোলা হবে

পিরোজপুর, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলায় সমলয় চাষাবাদের মাধ্যমে চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা হবে। 
আজ জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ তথ্য জানান- কৃষিসম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার। 
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীগণ, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের ৬৭টি সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। 
এ সভায় সকল প্রকৌশল বিভাগ ও অন্যান্য দপ্তর সমূহের উন্নয়ন কর্মকান্ড সমন্বয় করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ  জাহেদুর রহমান বলেন- সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে আমাদের সকলের সমন্বয় সাধন করতে হবে এবং কাজের গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়