বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

বগুড়ায় ২৪ হাজারের বেশি পোস্টাল ভোট, এগিয়ে ৭ নম্বর আসন

-কালাম আজাদ-

 বগুড়া, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ২৪ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। জেলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে পোস্টাল ভোট কার্যকর হচ্ছে। সাতটি আসনেই কয়েক হাজার করে ভোটার যুক্ত হওয়ায় নির্বাচনী ফলাফলে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়ার সাতটি আসনে মোট ২৪ হাজার ৫৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৪৮৮ জন এবং নারী ৪ হাজার ৮১ জন।

আসনভিত্তিক হিসাবে দেখা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৮২২ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নিবন্ধন করেছেন ২ হাজার ৮২০ জন ভোটার। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে পোস্টাল ভোট দেবেন ৩ হাজার ৮২১ জন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পোস্টাল ভোটারের সংখ্যা ২ হাজার ৫৩৪ জন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নিবন্ধিত ভোটার ৩ হাজার ১৮৩ জন। বগুড়া-৬ (সদর) আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৭৪৯ জন। আর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সর্বাধিক ৪ হাজার ৬৪০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, সাধারণ নির্বাচনে অনেক আসনেই জয়-পরাজয়ের ব্যবধান কয়েক হাজার ভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে। সে ক্ষেত্রে প্রতিটি আসনেই পোস্টাল ভোট ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি হবে, সেখানে পোস্টাল ভোটের গুরুত্ব আরও বাড়বে।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, এবারই প্রথম প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররাও এই ব্যবস্থার আওতায় এসেছেন।

তিনি জানান, আগামী ২১ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোট দেওয়ার পর ডাক বিভাগের মাধ্যমে ব্যালট নির্বাচন কার্যালয়ে পাঠাতে হবে। এতে কোনো ডাক মাশুল লাগবে না। তবে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোটে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে ফিরে এলেও কেন্দ্রে সরাসরি ভোট দিতে পারবেন না।