বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরডিজেএর গভীর শোক

ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)।

মঙ্গলবার আরডিজেএ’র দপ্তর সম্পাদক জাহিদ কাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি বাতেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির মিডিয়া সেলের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণজনিত কারণে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত জটিলতা দেখা দিলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।