বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

রাশিয়া নিয়ন্ত্রিত তেল কোম্পানি দ্রুত বিক্রির আশা সার্বিয়ার প্রেসিডেন্টের

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন যে রাশিয়া ও হাঙ্গেরি দ্রুত একটি সার্বিয়ান তেল কোম্পানির বিক্রি সম্পন্ন করতে পারবে। 

এই কোম্পানি ইউক্রেন আক্রমণের কারণে ক্রেমলিনের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবলে রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ান কোম্পানিগুলোর বেশিরভাগ মালিকানাধীন সার্বিয়ার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি (এনআইএস) এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডিসেম্বরের গোড়ার দিকে সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার বন্ধ করে দেওয়া হয়, যা বলকান দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশ সরবরাহ করে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্র এনআইএস থেকে রাশিয়ার মালিকানা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করলেও, বেলগ্রেড বুধবার বলেছে যে ওয়াশিংটন সংস্থাটিকে প্যানসেভো শোধনাগারটিকে ২৩ জানুয়ারী পর্যন্ত পুনরায় কার্যক্রম শুরু করার অনুমতি দিয়ে একটি অস্থায়ী  ছাড় দিয়েছে।

বেলগ্রেড জানায়, রাশিয়ান জায়ান্টের দুটি সহযোগী প্রতিষ্ঠান গ্যাজপ্রম নেফ্ট ও ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রিত ৫৬ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার জন্য গ্যাজপ্রম হাঙ্গেরিয়ান জীবাশ্ম জ্বালানি কোম্পানি এমওএল-এর সঙ্গে আলোচনা করছে।

ভুসিক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি রাশিয়ান এবং হাঙ্গেরিয়ানরা ২৩ জানুয়ারী নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের কাজ শেষ করবে।’

প্রেসিডেন্ট আরও বলেন, শোধনাগারটি ৫ জানুয়ারী থেকে আবার অপরিশোধিত তেল আমদানি করতে পারে এবং ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত সময়সীমার কয়েক দিন আগে, প্রায় ১৭ জানুয়ারী পূর্ণ গতিতে কাজ শুরু করবে।

মার্কিন পদক্ষেপগুলো সার্বিয়াকে মারাত্নক ক্ষতি করেছে। সার্বিয়া ক্রেমলিনের একটি গুরুত্বপূর্ণ মিত্র ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করা কয়েকটি ইউরোপীয় দেশের মধ্যে অন্যতম।