বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

রুশ তেল শোধনাগারে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত : ইউক্রেন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ব্রিটেনের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনীর ইউনিটগুলো আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সফলভাবে শোধনাগারটিতে আঘাত হানে। এর আগেও তারা রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ব্রিটিশ ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, নভোশাখতিনস্ক শোধনাগারটি দক্ষিণ রাশিয়ায় প্রধান অন্যতম জ্বালানি সরবরাহকারী। এটি রুশ সশস্ত্র বাহিনীর জন্য ডিজেল ও বিমান জ্বালানি সরবরাহে সরাসরি যুক্ত।

রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়া কিয়েভ পাল্টা জবাব হিসেবে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করছে।