বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি শিশু আহত, আটক ৫

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জন ইসরাইলি বসতি স্থাপনকারীকে আটক করেছে বলে জানিয়েছে। 

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবারের শেষের দিকে হামলায় আট মাস বয়সী শিশুটির ‘মুখ ও মাথায় আঘাত লাগে। 

সশস্ত্র বসতি স্থাপনকারীরা হেবরনের উত্তরে সায়ের শহরের বাড়িতে পাথর ও সম্পত্তি ভাঙচুর করছিল বলে অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়ের গ্রামে গুরুতর ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে’ পাঁচ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একটি ফিলিস্তিনি বাড়িতে ইসরাইলি বেসামরিক নাগরিকরা পাথর নিক্ষেপের খবর পেয়েছে। 

পাথর নিক্ষেপের ফলে একজন ফিলিস্তিনি শিশু আহত হয়েছে বলে তারা জানতে পেরেছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিকটবর্তী একটি ফাঁড়ি থেকে আসা বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় এমন ইসরাইলি বসতিগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

পশ্চিম তীরে সমস্ত ইসরাইলি বসতিকে আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে।

কিছু বসতি ইসরাইলি আইন অনুসারেও অবৈধ। যদিও এর মধ্যে অনেকগুলোকে পরে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

বসতি স্থাপনকারীদের দ্বারা পূর্ববর্তী আক্রমণের প্রায় কোনও অপরাধীকেই ইসরাইলি কর্তৃপক্ষ জবাবদিহিতার আওতায় আনেনি।