বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

ফিলিস্তিনিদের ‘নিজ ভূমিতে’ শান্তিতে বসবাসের অধিকার রয়েছে: পোপ

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পোপ চতুর্দশ লিও শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজায় মানবিক সংকটের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ‘নিজ ভূমিতে’ শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে।

ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পোপ বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে দুঃখজনকভাবে সহিংসতা বেড়েছে। তাদের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, গাজার বেসামরিক নাগরিকদেরও ‘নিজ ভূমিতে স্থায়ী শান্তি ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ’ নিশ্চিত করা উচিত।