বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৫

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শনিবার ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, কাবাতিয়া এলাকায় পরিচালিত এক অভিযানের সময় এক ব্যক্তি সেনাদের লক্ষ্য করে একটি ‘ব্লক’ নিক্ষেপ করলে সেনারা গুলি চালিয়ে তাকে হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়, একই সময়ে সিলাত আল-হারিথিয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক ব্যক্তি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করলে, সেনারা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই দুই স্থানই জেনিন শহরের কাছাকাছি অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এ সব ঘটনায় তাদের কোনো সেনা সদস্য আহত হয়নি।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে আহত হয়ে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারি ওয়াফা সংবাদ সংস্থা।

মন্ত্রণালয় আরও জানায়, সিলাত আল-হারিথিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ২২ বছর বয়সী এক যুবক নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, ১৯৬৭ সাল থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যায়। ৭ অক্টোবরের ওই হামলা গাজা যুদ্ধের সূচনা করে।

অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, পশ্চিম তীরে সহিংসতা পুরোপুরি কমেনি।
এএফপির হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে অনেকেই যোদ্ধা হলেও, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছেন।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনি হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪৪ জন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।