বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর হাতে ফিলিস্তিনি কিশোর নিহত

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অধিকৃত গাজার পশ্চিম তীরের বেথলেহেমের কাছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থাটি তুকুর মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার নিহত আরেক কিশোরের জানাজার কিছুক্ষণ পরেই মুহিব আহমেদ জিব্রিল নামক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী।

সংস্থাটি আরও জানিয়েছে, ‘শোকার্তরা চলে যাওয়ার পর শহরের উত্তর প্রবেশপথে বেশ কয়েকজন যুবক রয়ে যায়। এরপর একজন বসতি স্থাপনকারী তার যানবাহন থেকে নামেন এবং সরাসরি তাদের দিকে গুলি চালায়। গুলিতে জিব্রিল নামক কিশোর নিহত হয় এবং আরেক যুবক গুরুতর আহত হয়।

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছে, ‘মুখোশধারী সন্ত্রাসীরা প্রধান সড়ক ধরে চলমান ইসরাইলি বেসামরিক যানবাহনের দিকে পাথর এবং রঙের বোতল নিক্ষেপ করছে। যা যাত্রীদের জন্য বিপদ ডেকে আনছে। এই খবর পাওয়ার পর তাদের সেনাদের ওই এলাকায় পাঠানো হয়।

সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অভিযান চালিয়েছে’ এবং তারা জানে যে একজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে তিনি মারা গেছেন।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর তারিখে হামাসের হামলার ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর সহিংসতা বেড়েছে।

গত অক্টোবর মাসে কার্যকর হওয়া ইসরাইল এবং হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা থামেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুসারে জানা গেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের মধ্যে অনেকেই হামাসের সদস্য এবং অনেক বেসামরিক নাগরিকও রয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনিদের আক্রমণ বা ইসরাইলি সামরিক অভিযানে কমপক্ষে ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে, যাদের মধ্যে সেনা এবং বেসামরিক উভয়ই রয়েছে।