শিরোনাম

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ক্রেমলিন আজ বৃহস্পতিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ ডিসেম্বর বার্ষিক সংবাদ সম্মেলন করবেন। এই অনুষ্ঠান তার দীর্ঘ শাসনামলের একটি নিয়মিত অংশে পরিণত হয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুতিনের ২৫ বছরের শাসনকালে শুধু ২০২২ সাল বাদে প্রতি ডিসেম্বরে এ ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কখনো কখনো এই সংবাদ সম্মেলন কয়েক ঘণ্টা পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে।
এ বছরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমন সময়ে, যখন মস্কোর ইউক্রেন অভিযান চতুর্থ বর্ষপূর্তির দিকে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র তা শেষ করতে আলোচনার চাপ দিচ্ছে।
পুতিন সাম্প্রতিক দিনগুলোতে তার দেশের নাগরিকদের বারবার বলেছেন, ক্রেমলিন ইউক্রেনের দনবাস অঞ্চলের বাকি অংশ দখল করতে চায়, সেটা বলপ্রয়োগের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায়ে।
ঐতিহ্যগতভাবে এই সংবাদ সম্মেলন ক্রেমলিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। পুতিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন।
গত বছরের আয়োজন সাড়ে ৪ ঘণ্টা দীর্ঘায়িত হয়েছিল।