শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন ইস্যুতে আগামীকাল মঙ্গলবার বিকেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, উইটকফের সঙ্গে বৈঠক আগামীকাল নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে।