শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে গতকাল মঙ্গলবার উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রেমলিন জানিয়েছে যে ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ওই আলোচনায় এখনও ‘কোনো সমঝোতা’ হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করেন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়ার বাহিনী লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
কূটনৈতিক টানাপোড়েনের কয়েকদিনের পর এক সপ্তাহের মধ্যে এই বৈঠকটি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন পরিকল্পনা, যা কিয়েভ এবং তার ইউরোপীয় সমর্থকদের চাপের মুখে পরে সংশোধন করা হয়েছে।
ক্রেমলিনের বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ বলেন, ‘ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের ছাড় দেওয়া নিয়ে এখন পর্যন্ত আমরা সমঝোতার কোনো পথ খুঁজে পাইনি। যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব নিয়ে আরও আলোচনা করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘কিছু প্রস্তাবিত বিষয় আমাদের সাথে খাপ খায় না। তবে কাজ অব্যাহত থাকবে।’
ট্রাম্প বলেন, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানের অগ্রগতি সহজ হবে না।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আমরা বিষয়টির নিষ্পত্তি করতে পারি কিনা তা নিয়ে আলোচনার জন্য আমাদের লোকজন এখন রাশিয়ায় পৌঁছে গেছে।’