বাসস
  ১০ এপ্রিল ২০২৪, ২০:৫২

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ থাকবে : খোলা ইনডোর ও জরুরি বিভাগ 

ঢাকা, ১০ এপ্রিল ২০২৪ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ বন্ধ থাকবে । 
তবে রোগীদের সুবিধার্থে ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা থাকবে। অন্যদিকে,প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে। 
বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ১০ এপ্রিল  বুধবার থেকে ১৪ এপ্রিল  শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল কার্যক্রম বন্ধ থাকবে।   
পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ এর শুভেচ্ছা জানিয়েছেন 
উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য । রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়