শিরোনাম

ফেনী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীতে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। নারী উদ্যোক্তাদের অংশ গ্রহণে মেলাটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। কেক কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর আয়োজনে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পরশুরাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর প্রোগ্রাম অফিসার ইদ্রিছ উল্যাহ।
মেলায় ২০টি স্টলে নারীদের তৈরি আসবাবপত্র ও প্রসাধনী বিক্রয় এবং নানা রঙ ও স্বাদের পিঠা স্থান পেয়েছে।