শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১ লাখ ৭৮ হাজার ৩৭টি ট্রেডের মাধ্যমে মোট ৬৩৩ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ১৮৮ টাকার লেনেদেন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থান করেছে।
আজ বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫,১৭৪ দশমিক ৪০ পয়েন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৪ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১,০৩৮ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৯৩ দশমিক ৫৯ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, মোট ৩৮৯টি কোম্পানির ১৮ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৪৩৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
ডিএসইতে আজ ‘এ’ ক্যাটাগরিতে লেনদেনে অংশ নেয় ২০৪টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টির এবং কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।
এ ছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে ১০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩২টির,কমেছে ৫১টির।