বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

২৬ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৪ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৭০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭৮৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৫৬৬ মিলিয়ন মার্কিন ডলার।