বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২২:২৭

পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএপিএলসিকে কাজ করার আহ্বান

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নব নির্বাচিত কমিটিকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বিএপিএলসি-এর নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানানো হয়।

এ সময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মোহসিন চৌধুরি, আলী আকবর, ফারজানা লালরুখ ও মো. সাইফুদ্দিনসহ বিভিন্ন নির্বাহী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় কমিশন নবনির্বাচিত বিএপিএলসি নির্বাহী কমিটিকে অভিনন্দন জানায়।

খন্দকার রাশেদ মাকসুদ বিএপিএলসিকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএপিএলসির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ‘দেশ, অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

বিএসইসি পুঁজিবাজারের কল্যাণ ও উন্নয়নে সক্রিয় রয়েছে এবং অংশীজনদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান।

সভায় বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। বিএপিএলসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ এবং মহাসচিব মো. আমজাদ হোসেন।

সভায় বিএপিএলসি নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন রশিদ, মো. ইমাম শাহীন, মো. জাহিদুল ইসলাম, হাসান তারেক, উজ্জ্বল কুমার সাহা, শরীফ শাহ জামাল রাজ, মোহাম্মদ শামসুল ইসলাম, মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, মো. শরীফ হাসান এবং জিয়াদ রহমান উপস্থিত ছিলেন।