বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

আমেরিকা থেকে ৫৭,২০৩ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 

ফাইল ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে (জি টু জি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। 

ইতঃপূর্বে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে। ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, জি টু জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।