শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সোমবার দেশের শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচকে উল্লেখযোগ্য উত্থান হয়েছে।
ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫,০৯১ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১,০২৩ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে, ব্লু-চিপ সূচক ডিএস-৩০ সূচক ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১,৯৬৪ দশমিক ৯৩ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসইতে আজ ১ লাখ ৮১ হাজার ১৩৬টি ট্রেডের মাধ্যমে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ২০ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৫২৮টি শেয়ার লেনদেন হয়। লেনদেনকৃত শেয়ারের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৯৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৯৫৪ টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
ক্যাটাগরি ভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ২১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির। ‘বি’ ক্যাটাগরির ৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত ছিল ৮টির। ‘জেড’ ক্যাটাগরির ১০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির।
মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১টির এবং অপরিবর্তিত ছিল ১০টির। করপোরেট বন্ড খাতে ২টির মধ্যে ১টির দর কমেছে এবং ১টি অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজ খাতে ৬টির মধ্যে ২টির দর বেড়েছে এবং ৪টির দর কমেছে।
সার্বিকভাবে আজকের লেনদেন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন ঘটিয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।