বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬

সহজেই শেষ ষোলোতে লিভারপুল, ম্যান সিটি ও বার্সেলোনা; প্লে-অফে খেলবে পিএসজি, রিয়াল

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ও রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ সেরা আটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে লিগ-পর্বের অষ্টম ও শেষ ম্যাচে কারাবাগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৬ দলের টেবিলে তৃতীয় স্থানে শেষ করে। এর ফলে আগেই নক আউট পর্বে যাওয়া আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের পেছনে থেকে তারা শেষ ষোলো নিশ্চিত করে।

শেষ ষোলোতে লিভারপুলের সঙ্গে যোগ দিয়েছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।

তবে শিরোপাধারী পিএসজিকে নকআউটে যেতে হলে প্লে-অফ পর্ব খেলতে হবে। যেমনটা তারা গত মৌসুমে শিরোপা জয়ের পথেও করেছিল। নিউক্যাসলের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে তারা সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি।

এদিকে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও সরাসরি শেষ ষোলোতে খেলার যোগ্যতা হারিয়েছে। সাবেক কোচ হোসে মরিনহোর বেনফিকার মাঠে নাটকীয় ম্যাচে ৪-২ গোলে হারের ফলে তারা সেরা আটের বাইরে ছিটকে যায়। গোলরক্ষক আনাতোলি ট্রুবিন ৯৮তম মিনিটে গোল করে বেনফিকাকে প্লে-অফের শেষ স্থান উপহার দেন।

লিভারপুল কারাবাগের বিপক্ষে এগিয়ে যায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটু এলোমেলো গোল দিয়ে, এরপর ফ্লোরিয়ান রিটজ ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডোমিনিক সবোসলাইয়ের ফ্রি-কিক থেকে বল পেয়ে মোহাম্মদ সালাহ বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন। হুগো একিটিকে দ্রুত আক্রমণ শেষ করে চতুর্থ গোলটি করেন। ম্যাক অ্যালিস্টার নিজের দ্বিতীয় গোলটি যোগ করেন এবং বদলি ফেডেরিকো কিয়েসা গোল উৎসব সম্পূর্ণ করেন।

২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ইত্তিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে গ্রুপ পর্ব শেষ করে। আর্লিং হালান্ড ও রায়ান চেরকি সিটির পক্ষে স্কোরশিটে নাম লেখান।

গত মৌসুমের সেমিফাইনালিস্ট বার্সেলোনা পিছিয়ে পড়েও ক্যাম্প ন্যুতে এফসি কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করে। ম্যাচের চতুর্থ মিনিটে ১৭ বছর বয়সী ভিক্টর দাদাসনের গোলে বার্সা চমকে গেলেও বিরতির পরপরই রবার্ট লেভানডোস্কি সমতা ফেরান। লামিনে ইয়ামালের শট বড় ডিফ্লেকশন নিয়ে জালে জড়ায়। এরপর ৬৯তম মিনিটে রাফিনহার পেনাল্টি ও শেষ দিকে মার্কাস রাশফোর্ডে ফ্রি-কিক বার্সার শেষ ষোলো নিশ্চিত করে।

টটেনহ্যাম জার্মানিতে আগেই বিদায় নেওয়া এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ হয়। রানডাল কোলো মুয়ানি ও ডমিনিক সোলাঙ্কে গোল দুটি করেন।

চেলসি ৩-২ গোলে জিতে সিরি-আ চ্যাম্পিয়ন নাপোলিকে বিদায় করে দিয়ে শেষ ষোলোতে জায়গা নেয়। ফলে ইংল্যান্ডের পাঁচটি দলই সরাসরি শেষ ষোলোতে উঠল। এনজো ফার্নান্দেজ পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে দিলেও নাপোলির হয়ে এন্টোনিও ভারগারা প্রথম গোল করে আশা জাগান। পরে রাসমাস হোলান্ড পোস্টের কাছ থেকে গোল করে নাপোলিকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে হুয়াও পেড্রোর জোড়া গোলে চেলসি জয় নিশ্চিত করে।

স্পোর্টিং লিসবন ছিল চমকপ্রদ সেরা আটের দল। তারা দু’বার পিছিয়ে পড়েও অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছে

বেনফিকার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে নিজের ১২তম চ্যাম্পিয়নস লিগ গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগে আন্দ্রেয়াস শেলডেরুপ ও ভাঙ্গেলিস পাভলিদিসের পেনাল্টিতে বেনফিকা ম্যাচে ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেলডেরুপ আবার গোল করলে পরিস্থিতি জটিল হয়। এমবাপ্পে আরেকটি গোল করে ব্যবধান কমালেও শেষ মুহূর্তে দুই খেলোয়াড় লাল কার্ড দেখলে রিয়াল ৯ জনে পরিণত হয়। শেষ স্পর্শে গোলরক্ষক ট্রুবিন ফ্রি-কিক থেকে হেডে গোল করে ইতিহাস গড়েন।

রিয়াল পরের রাউন্ডে বেনফিকার সঙ্গে পুনরায় বা এ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারানো বোডো/গ্লিমেটের মুখোমুখি হবে।

পার্ক ডি প্রিন্সেসে ড্রয়ের পর নিউক্যাসল ও পিএসজি- দু’দলই প্লে-অফের টিকটি পেয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে কারাবাগ বা মোনাকো।

ইন্টার মিলান বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ হারালেও সেরা আটে ঢুকতে পারেনি। মোনাকোতে গোলশূন্য ড্রয়ের পর জুভেন্টাসও একই পরিণতি বরণ করে।

আর্সেনাল আট ম্যাচের আটটিতেই জিতে শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডের উঠেছে। গতকাল গানার্সরা কাইরাত আলমাটিকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ করে। বায়ার্ন মিউনিখ হ্যারি কেনের জয়সূচক গোলে পিএসভি এইনডোভেনকে ২-১ ব্রবধানে হারিয়ে তাদের প্রতিযোগিতা থেকে ছিটকে দেয়।