বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:০৫
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

মন্ত্রীদের জন্য ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আজ এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই বিবেচনা বা অনুমোদন করা হয়নি। অথচ এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। 

এ ধরনের তথ্যবিকৃতি ও অসত্য প্রতিবেদন ভবিষ্যতে প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।