বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪২

দেশের মানুষ এখন নির্বাচন মুখি: মনিরুল হক

ছবি: বাসস

কুমিল্লা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচন মুখি। কোন প্রকার ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। 

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলতে পারে না। লন্ডনে তারেক - ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশ এখন নির্বাচনের দিকে। কোন প্রকার ষড়যন্ত্র  করে নির্বাচন বানচাল করা যাবে না।  আগামী ১২ ফেব্রুয়ারীই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, গত ১৬ বছর কুমিল্লা অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়ে ফেলেছে। এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমার সংসদে যাওয়া প্রয়োজন। সেজন্য আমি আপনাদের কাছে ধানের শীষে একটি ভোট চাই। 

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।