শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার রিয়াজুল করিমের ব্যাটিং নৈপুণ্যে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী।
আজ পিকেএসপি-১ মাঠে অনুষ্ঠিত ম্যাচে অগ্রণী ৫ উইকেটে হারিয়েছে দুরন্তকে। হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী। প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশেষে হারের দেখা পেল দুরন্ত।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ওপেনার মোহাম্মদ পরাণকে হারায় দরন্ত। আগের ম্যাচে ১১৭ রান করা পরান এবার ৩ রানে আউট হন।
এরপর ২৬ রান করে করেন উদয় ভূইয়া ও সাব্বির লস্কর। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় ১০২ রানে পঞ্চম উইকেট হারায় দুরন্ত। ষষ্ঠ উইকেটে জুটি বেঁেধ অগ্রণীর বোলারদের উপর চড়াও হন মিনহাজুল আবেদিন ও ইয়াসিন আরাফাত। শেষ ৬ ওভারে ৮৩ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় দুরন্ত।
৫টি করে চার-ছক্কায় ২শর বেশি স্ট্রাইক রেটে ৩২ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন মিনহাজুল। ২টি করে চার ও ছক্কায় ১৬ বলে ৩২ রানের মারমুখী ইনিংস খেলেন আরাফাত। অগ্রণীর আবির হোসেন ৪৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ২৯ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর রাহানুর ইসলাম শুহিনকে ৫৫ এবং মামুনুর রশিদের সাথে ৭৪ রানের জুটি গড়ে অগ্রণীর জয়ের পথ সহজ করেন রিয়াজুল করিম। রাহানুর ৩টি চার ও ৫টি ছক্কায় ২৬ বলে ৪৯ এবং মামুনুর ২৪ রানে আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রিয়াজুল।
৬টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন রিয়াজুল। শেষ দিকে ২ ছক্কায় ৭ বলে ১৬ রান করে অগ্রণীর জয়ে অবদান রাখেন অধিনায়ক নবিন ইসলামও।