বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:২২

হ্যাটট্রিক জয় অপরাজেয়র

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে অপরাজেয় দল। 

আজ ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে অপরাজেয় ৪ রানে হারিয়েছে অদ্বিতীয়কে। ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে অপরাজেয়। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় হারে ২ পয়েন্ট আছে অদ্বিতীয়র।  

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৫০ বলে ৫৩ রানের সূচনা করেন অদ্বিতীয়র দুই ওপেনার আহসানুর রহমান ও তওসিফ। তবে ৬ বল ও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন দু’জনে। আহসানুর ৩০ ও তওসিফ ২৩ রান করেন। 

মিডল অর্ডারে পারভেজ হাসান ১১, আশফাক আহমেদ ১৫ ও অধিনায়ক তওহিদ খান ৫ রানে আউট হলে ৫ উইকেটে ৮৮ রানে পরিণত হয় অপরাজেয়। 

তবে ডেথ ওভারে ছোট ছোট ইনিংস খেলে অপরাজেয়কে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের লড়াকু পুঁজি এনে দেন রাকিক ইসলাম শ্রাবণ, আসাদুজ্জামান প্রিন্স ও শেখ নাহিদ। 

রাকিক ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩২, প্রিন্স ১২ বলে ১৩ ও নাহিদ ৭ বলে ১৬ রান করেন। অদ্বিতীয়র ছয় বোলার ১টি করে উইকেট নেন। 

জবাবে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অদ্বিতীয়। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ওপেনার সাজ্জাদ মির্জা ও মোহাইমাইনুল খান। দলীয় ১১৭ রানের মধ্যে দু’জনই বিদায় নিলে হারের শঙ্কায় পড়ে অদ্বিতীয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে ম্যাচ হারে তারা। সাজ্জাদ সর্বোচ্চ ৪৬ ও মোহামাইনুল ৩২ রান করেন। 

নাহিদ ২টি উইকেট শিকার করেন।