বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতির মিশনে শ্রীলংকা ও ইংল্যান্ড

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামীকাল থেকে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও ইংল্যান্ড। বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে জয়ই প্রধান লক্ষ্য দু’দলের।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। 

আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে শ্রীলংকা ও ইংল্যান্ড। যে কারনে এই সিরিজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে দু’দল। 

শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এক সপ্তাহ আগে এমন সিরিজ সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চাই আমরা।’

বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন শ্রীলংকার। ২০১৪ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল লংকানরা। তাই এবার ঘরের কন্ডিশনের সুবিধা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া শানাকা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘদিন ধরে আমরা সিরিজ জিততে পারিনি। এবার সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামব। এই সিরিজ জিততে পারলে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল।’

শানাকার মত এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক, ‘বিশ্বকাপের আগে এই সিরিজ সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিতে সবাই উন্মুখ হয়ে আছে। আশা করি, এই সিরিজ দিয়ে দল সেরা প্রস্তুতি নিতে পারবে এবং মাঠে নিজেদের সেরা উজার করে দেবে।’

টি-টোয়েন্টির আগে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ জয় টি-টোয়েন্টিতে দলকে এগিয়ে রাখবে বলে মনে করেন ব্রুক, ‘টি-টোয়েন্টি আমরা ফেভারিট হিসেবে খেলতে নামব। কারণ শ্রীলংকার বিপক্ষে গেল ১০-১২ বছরে আমাদের রেকর্ড অনেক ভাল। পাশাপাশি চলতি সপ্তাহে দল ওয়ানডে সিরিজ জিতেছে। ওয়ানডে সিরিজ জয় দলকে টি-টোয়েন্টিতে ভাল করতে অনুপ্রেরণা দিচ্ছে।’

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, প্রামোদ মাদুশান, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জশ বাটলার, বেন ডাকেট, ফিল সল্ট, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং, লুক উড ও রেহান আহমেদ।