শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিসকে ছাড়াই বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপ বিবেচনায় বিশ্রামে থাকবেন শীর্ষ এই পাঁচ খেলোয়াড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১০ জন ক্রিকেটারকে পাকিস্তান সফরে রাখা হয়েছে।
কামিন্স-ম্যাক্সওয়েলরা না থাকায় পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলে সুযোগ হয়েছে সিন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, জ্যাক এডওয়ার্ডস, বেন ডোয়ারশুইস, মিচেল ওয়েন, জশ ফিলিপ ও ম্যান রেনশর। এদের মধ্যে টি-টোয়েন্টি দলে নতুন মুখ পেসার বিয়ার্ডম্যান, পেস বোলিং অলরাউন্ডার এডওয়ার্ডস এবং ব্যাটার রেনশ।
চলমান বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে বিয়ার্ডম্যান ৮ উইকেট এবং সিডনি সিক্সার্সের হয়ে ১৫ উইকেট শিকার করেছেন এডওয়ার্ডস।
টি-টোয়েন্টি দলে প্রথম ডাক পেলেও, অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন রেনশ। বিগ ব্যাশে ১৫৩.৫৫ স্ট্রাইক রেটে ৩২৪ রান করেছেন রেনশ।
আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং পহেলা ১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জাম্পা।