বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:১২
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২১

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা

আজ ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের সন্তানদের জন্য আমাদের দায় রয়েছে। তাদের জন্য একটি নিরাপদ দেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য। সে কারণেই আগামী নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ।

তিনি আজ ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে মাত্র ৪ মিনিটে সংবিধান সংশোধন হয়েছে। সেখানে জনগণের কোনো মতামত ছিলো না। সে কারণেই ফ্যাসিবাদ আমাদের ওপর গেড়ে বসেছিল। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সকল নাগরিকের গণভোটে অংশগ্রহণ জরুরি।

উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফজলুল হক ভূইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এছাড়া, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।