শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : শনিবার লা লিগায় নিজের ৫০তম গোল পূরণ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে এই শতাব্দীতে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলকে পৌঁছালেন।
এই তালিকায় এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
২০২৪ সালে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের ৫০ গোল করতে লেগেছে মাত্র ৫৩ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে এই গোলটি করেন তিনি।
তবে রোনাল্ডো এই মাইলফলক স্পর্শ করেছিলেন আরও দ্রুত- ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল পূর্ণ করেন তিনি।
এরপর রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে ৩১১ গোল করেন, যা একটি বিশাল রেকর্ড। এই রেকর্ড এমবাপ্পের জন্য এখনো স্বপ্নের মতোই।
লেভান্তের বিপক্ষে ম্যাচের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া বলেন, “তার প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। সে আমাদের নেতা। হাঁটুর ব্যথা নিয়েও সে খেলতে নেমেছে এবং দলকে সাহায্য করতে চেয়েছে। এমবাপ্পে অসাধারণ একজন ছেলে।”
২০০০-০১ মৌসুমের পর লা লিগায় দ্রুততম ৫০ গোল :
খেলোয়াড় ম্যাচ দল
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৫১ রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পে ৫৩ রিয়াল মাদ্রিদ
লুইস সুয়ারেজ ৫৯ বার্সেলোনা
রাদামেল ফ্যালকাও ৬৪ এ্যাথলেটিকো মাদ্রিদ
রবার্ট লিওয়ানডোস্কি ৭৮ বার্সেলোনা
নেইমার ৮৪ বার্সেলোনা
গ্যারেথ বেল ৮৭ রিয়াল মাদ্রিদ
রুড ফন নিস্তেলরয় ৮৯ রিয়াল মাদ্রিদ
দিয়েগো মিলিতো ৯৩ জারাগোজা
গঞ্জালো হিগুয়েইন ৯৮ রিয়াল মাদ্রিদ