শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারত ও শ্রীলংকায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কাঁধের ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডনোভান ফেরেইরা। ফলে বৈশ্বিক আসরে ফেরেইরার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
চলমান এসএ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ফেরেইরা। গত শনিবার প্রিটোরিয়া ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের শেষ বলে ফিল্ডিংয়ের সময় বাঁ-কাঁধে আঘাত পান জোবার্গ সুপার কিংসের হয়ে খেলতে নামা ফেরেইরা।
পরবর্তীতে ব্যাট হাতে নামলে এক বল খেলেই ব্যথা অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে আসেস ফেরেইরা। এরপর রোববার কাঁধে স্ক্যান করান তিনি।
ফেরেইরার স্ক্যান রিপোর্ট নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কাঁধের হাড়ে চিড় ধরা পড়েছে। ফলে এসএ টি-টোয়েন্টিতে আর খেলতে পারবেন না তিনি। এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফেরেইরার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ফিনিশার, ব্যাকআপ কিপার এবং পার্ট টাইম বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ফেরেইরা।
বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলে ফেরেইরার পরিবর্তে রায়ান রিকেলটনকে দলে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। চলতি এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এছাড়া দলে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন ম্যাথু ব্রিটস্কি ও ট্রিস্টান স্টাবস।
আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।
‘ডি’ গ্রুপে প্রোটিয়াদের অন্য তিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।