বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫১

নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে সাবিনা খাতুনের দল। আগের ম্যাচে ভুটানের সাথে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তৈরি করেছে একাধিক সুযোগ। তারই ধারাবাহিকতায় ম্যাচের শুরুতেই এগিয়েও যেতে পারতো, তবে সেযাত্রা বাংলাদেশ ব্যর্থ হয়। তবে সে আক্ষেপ বেশি সময় করতে হয়নি সাবিনা-কৃষ্ণাদের।  

ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দুর্দান্ত ফিনিশিংয়ে দলের প্রথম গোলটি করেন। এরপর মাত্র ৫ মিনিটের ব্যবধানে প্রথম গোলে অ্যাসিস্ট করা কৃষ্ণা রাণী সরকার ব্যবধান দ্বিগুন করেন। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ছিল আধিপত্য পুরোটা সময় জুড়ে। একের পর এক আক্রমণ গড়ে তুললেও একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে লাল-সবুজের দল। তবে ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দারুন এক গোল করে বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেন।

বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না আক্তার জিলি ছিলেন ম্যাচের অন্যতম সেরা পারফরমার। অসাধারণ সব সেভ করে তিনি বাংলাদেশকে ম্যাচে বড় ব্যবধানের জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল, বলের দখল এবং গতিময় খেলায় বাংলাদেশ দল ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী। এর মাধ্যমে তিন ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।