শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টার পরিবর্তে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইনাল ম্যাচের সময় পরিবর্তনের কথা জানায় বিসিবি।
ফাইনালে ওঠার লক্ষ্যে এবারের আসরের বিপিএলের প্লে-অফে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল- রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচে রাজশাহী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয়। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফাইয়ারের টিকিট পায় চট্টগ্রাম।
প্রথম কোয়ালিফাইয়ার অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল সরাসরি ফাইনালে নাম লেখাবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। ঐ পর্বের জয়ী দল ফাইনাল খেলবে, আর হেরে যাওয়া দল বিদায় নেবে।
২০ জানুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা রংপুর ও সিলেট। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল রংপুর। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল সিলেট। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে নামবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ার অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।
ছয় দলের টুর্নামেন্টে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।