শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বোর্নমাউথ ছেড়ে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি করেছেন ঘানার উইঙ্গার অ্যান্টনিও সেমেনিও।
এক বিবৃতিতে ম্যান সিটি জানিয়েছে, ৬৫ মিলিয়ন পাউন্ডে সেমেনিওর সাথে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে।
পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে সেমেনিও বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। গত এক দশকে গার্দিওলার অধীন সিটি যেভাবে দাপট দেখিয়েছে, সেটি অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগে প্রভাবশালী দল, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপে অনেক সাফল্য অর্জন করেছে তারা।’
তিনি আরও বলেন, ‘ম্যান সিটিতে আমার আরও উন্নতির সুযোগ আছে। ক্যারিয়ারের এই পর্যায়ে সিটিতে যোগ দেওয়া পুরোপুরি সঠিক সিদ্ধান্ত। আমার সেরা ফুটবল এখনও বাকী আছে।’
এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন ২৬ বছর বয়সি সেমেনিও। ২০ ম্যাচ খেলে ১০ গোল করেছেন তিনি।
আগামী শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ম্যাচ দিয়েই সিটির জার্সিতে অভিষেক হতে পারে সেমেনিওর। আর ১৭ জানুয়ারি ম্যানচেস্টার ডার্বিতে সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি।