শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল ২-১ গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বার্সা।
গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় রিয়াল। দ্বিতীয় মিনিটে রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন অ্যাথলেটিকোর মিডফিল্ডার কনোর গ্যালাঘার। এতে অ্যাথলেটিকো বক্সের বাইরে ফ্রি-কিক পায় রিয়াল।
ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল আদায় করে নেন রিয়ালের ফেদে ভালভার্দে। অ্যাথলেটিকোর মানব দেয়াল ভেদ করে ও গোলরক্ষক ইয়ান ওবলাকের হাত স্পর্শ করে বল জালে জড়ায়।
ভালভার্দের গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করে তারা। ভালভার্দের কাছ থেকে বল পেয়ে অ্যাথলেটিকোর রক্ষণদুর্গে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান রদ্রিগো। ২-০ গোলে এগিয়ে থেকে চালকের আসনে বসে যায় রিয়াল।
তবে ৫৮ মিনিটে গোলের ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার পথ তৈরি করে অ্যাথলেটিকো। জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে হেডে গোল করেন আলেক্সান্ডার সোরলথ।
এরপর ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় রিয়াল।
ম্যাচ শেষে ভালভার্দে বলেন, ‘অনেক দিন গোল না পাওয়ায়, এ ম্যাচে গোল খুব বেশি দরকার ছিল। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি, পুরোপুরিভাবে সফল না হলেও জয় পাওয়ায় দল খুশি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা লক্ষ্য পূরণে সফল হয়েছি। এবার ফাইনাল জয়ের পালা। শিরোপা জয়ের লক্ষ্যের পাশাপাশি ফাইনাল হবে প্রতিশোধের। কারণ গত আসরে আমরা বার্সেলোনার কাছে হেরেছিলাম।’
গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের লজ্জা পেয়েছিল রিয়াল।