বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে নেই তিলক

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে খেলতে পারবেন না ভারতের ব্যাটার তিলক ভার্মা।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘টেস্টিকুলার টরশনজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার হয়েছে তিলকের। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি।’

অস্ত্রোপচার শেষে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিলক। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিলককে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পুরোপুরি সুস্থ হয়ে উঠলে রিহ্যাব শুরুর পর ধীরে ধীরে দক্ষতা বৃদ্ধির অনুশীলন করবেন তিলক। এরপর তিলকের ফিটনেস নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট হলে, সিরিজের চতুর্থ ম্যাচ থেকে খেলবেন তিনি। ২৮ ও ৩১ জানুয়ারি সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। 

১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।