বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে প্লে-অফের দ্বারপ্রান্তে হোবার্ট

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের প্লে-অফের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আজ হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্টাইকার্সকে। বল হাতে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে হোবার্টের জয়ে বড় অবদান রাখেন রিশাদ।

এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে এক পা দিয়ে রাখল হোবার্ট। লিগ পর্বে শেষ দুই ম্যাচের একটি জিতলে বা অ্যাডিলেড একটি ম্যাচ হেরে গেলে প্লে অফে উঠবে হোবার্ট।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে হোবার্ট। দলের হয়ে ৯ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার মিচেল ওয়েন। এছাড়া রেহান আহমেদ ২৯ ও ম্যাথু ওয়েড ২৭ রান করেন।

জবাবে হোবার্টের তিন বোলার রিশাদ-নাথান এলিস ও রিলে মেরেডিথের বোলিং নৈপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি অ্যাডিলেড। একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন অ্যাডিলেডের ব্যাটার লিয়াম স্কট। তার ৫৮ বলে অনবদ্য ৯১ রানেও হার এড়াতে পারেনি অ্যাডিলেড।

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ২৬ রানে ৩ উইকেট নেন রিশাদ। এবারের বিগ ব্যাশে এটিই তার সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন রিশাদ।