বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

বরিশালে আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : বরিশালে বিভাগীয় আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আজ সকাল ১০ টায় নগরীর কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে (আউটার স্টেডিয়াম) এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের বরিশাল জেলার উপ পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, সহকারি উপ পরিচালক সাজ্জাদ পারভেজ। এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

প্রতিযোগিতায় বরিশালের ৯ প্রতিষ্ঠানের ১৭৮ জন প্রতিযোগী ২২ টি ইভেন্টে অংশগ্রহন করে।