বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্পিননির্ভর দল ঘোষণা

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্পিননির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বুধবার ঘোষিত এই দলটির নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ডের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটিই হবে চেন্নাইয়ের স্পিনবান্ধব চেপক স্টেডিয়ামে। এটি সাবেক চেন্নাই সুপার কিংস তারকা ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও স্যান্টনারের পরিচিত ভেন্যু।

স্পিন বিভাগে স্যান্টনারের সঙ্গে থাকছেন ইশ সোদি, যিনি এই ফরম্যাটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রও আছেন।

কোচ রব ওয়াল্টার শক্তিশালী পেস আক্রমণও রেখেছেন। এর নেতৃত্ব দেবেন আইসিসির টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা জ্যাকব ডাফি, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন।

ডাফির সঙ্গে পেস বিভাগে আছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। কাইল জেমিসন পেস বোলিং কভার হিসেবে ভারতে যাবেন। জিমি নিশাম খেলবেন সিম-বোলিং অলরাউন্ডার হিসেবে।

ব্যাটার হিসেবে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, টিম সেইফার্ট, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন সেইফার্ট।

দলের ভারসাম্যকে বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ ওয়াল্টার, “ব্যাটিংয়ে আমাদের প্রচুর শক্তি ও দক্ষতা রয়েছে, এমন মানসম্পন্ন বোলার আছেন যারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। আর পাঁচজন অলরাউন্ডার আছেন, যাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কিছু যোগ করেন। এটি একটি অভিজ্ঞ দল এবং উপমহাদেশে খেলার ক্ষেত্রে খেলোয়াডরা মোটেও নতুন নয়, যা খুবই কাজে আসবে।”

নিউজিল্যান্ড দলের বেশিরভাগ খেলোয়াড় ইতোমধ্যেই ভারতের পথে রওনা হয়েছেন। সেখানে ব্ল্যাক ক্যাপসরা ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

এরপর বিশ্বকাপ শুরুর আগে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

ওয়াল্টার জানান, টুর্নামেন্টের জন্য তার দল ভালোভাবেই প্রস্তুত থাকবে। তিনি বলেন, “এই বিশ্বকাপের আগে দলটি পর্যাপ্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে, ঘরের মাঠে গ্রীষ্মের শুরুতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ, এরপর সুপার স্ম্যাশ ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এছাড়া ভারতের বিরুদ্ধে একটি দারুণ উত্তেজনাপূর্ণ সফর আমাদের সামনে রয়েছে যা বড় চ্যালেঞ্জ হবে এবং সামনে যা আসছে তার জন্য আদর্শ প্রস্তুতি উপহার দেবে।”

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনাযয়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোদি।